সাংবাদিকরা পেলেন ৫০০ টাকা সম্মানী ফেরত দিলেন ১০০ টাকা !

17
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

স্টাফ রিপোর্টার :
আয়োজকরা দাওয়াত দিয়েছেন ৪০ জনকে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৫৪ জন সাংবাদিক। অতিরিক্ত ১৪ জন। আয়োজকদের রীতিমত মাথায় হাত। কারণ অনুষ্ঠানে ৪০ জন সাংবাদিকদের জন্যই ৫০০ টাকা করে সম্মানী রাখা হয়েছে। বাকী ১৪ জনকে কি করবেন এনিয়ে শুরু হলো কথাবার্তা। কারণ অনুষ্ঠানে ৪০ জনের জন্যই সম্মানী বরাদ্দ রাখা হয়েছে। এক পর্যায়ে তালিকার বাহিরে থাকা সাংবাদিকরাও অনেকটা ক্ষেপে গেলেন। আয়োজকদের ধমকের সাথেই বলতে থাকলেন দাওয়াত দিয়ে এনে এমন অপমান করছেন কেন? আমরা কি জেছে আপনাদের অনুষ্ঠানে এসেছি? দাওয়াত না দিলে তো আসতাম না। ঘটনার নিষ্পত্তিতে ডেকে নেয়া হলো সিনিয়র কয়েক জন সাংবাদিককে। আয়োজক এবং সিনিয়র সাংবাদিকরা মিলে মুহূর্তের মধ্যেই সমাধানের পথও খোঁজে বের করে ফেললেন। এক পর্যায়ে ৫০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলা হলো ১০০ টাকা করে ফেরত দিতে। সিনিয়র আর জুনিয়র সাংবাদিকরা একপর্যায়ে লাইন ধরে ৫০০ টাকার খাম নিয়ে ১০০ টাকা ফেরত দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তবে বাহিরে এসে কয়েক জন সাংবাদিক এনিয়ে তীব্র ভাষায় ক্ষোভ ঝাড়লেন। বললেন হয়তো ৬০০ টাকা করে দেয়া হয়েছিল। আয়োজকরা কৌশলে ১০০ টাকা মেরে দিয়ে বাকী ১০০ টাকা করে ৪০ (চল্লিশ) জন সাংবাদিকদের কাছ থেকে কেটে নিয়ে ১৪ জন সাংবাদিককে দিয়ে দিয়েছেন। বললেন, অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এনে এমন অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না। এসবের প্রতিবাদ করা উচিত। তবে যারা ক্ষোভ ঝাড়লেন তারা ঠিকই ৫০০ টাকা পকেটে পুরে ১০০ টাকা ফেরত দিয়ে ৪০০ টাকা বুঝে নিতে ভুল করেননি। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেটের চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এমন ঘটনা ঘটে।