উন্নয়নের গতি আসুক

8

অনেক বাধা-বিঘ্ন পেরিয়ে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান সময়ে দেশে বেসরকারি বিনিয়োগ কম হলেও সরকারি বিনিয়োগ বাড়ছে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রো রেলসহ অনেক মেগাপ্রকল্প চলমান। আগামী দিনে দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে। তার নিরিখেই ২০২০-২১ অর্থবছরের বাজেটের কয়েকটি সূচকের লক্ষ্যমাত্রা প্রাক্কলন করা হয়েছে। যেখানে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮.২৩%, মূল্যস্ফীতি ৫.৪%। সরকার যখন ২০২০-২১ অর্থবছরের বাজেটের প্রধান সূচকগুলোর লক্ষ্যমাত্রা ঠিক করল, ঠিক তখনই কিন্তু চলতি বাজেটের পুরো বাস্তবায়ন নিয়ে আশঙ্কা রয়ে গেছে। উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে পারছে না সরকার। ২০১৯-২০ অর্থবছরের নভেম্বর পর্যন্ত এডিপির মাত্র ১৯ দশমিক ২৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০ দশমিক ১৫ শতাংশ। বাজেটে অনুমোদিত দুই লাখ ১৫ হাজার ১১৪ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ থেকে নভেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ৪১ হাজার ৩৮৭ কোটি টাকা। ডিসেম্বরে পণ্য রপ্তানিতে বাংলাদেশ সামান্য প্রবৃদ্ধির দেখা পেলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ভয় ধরাচ্ছে ব্যবসায়ীদের মনে। তাঁরা মনে করছেন, মার্কিন হামলায় ইরানের সামরিক কমান্ডার নিহতের ঘটনায় যে উত্তেজনা শুরু হয়েছে, তাতে পণ্য রপ্তানিতে নতুন সংকট দেখা দিতে পারে। ওদিকে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের মন্দা চলছে। চীন-ভারত বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়ছে। রাজস্ব, রপ্তানিসহ বেশ কয়েকটি প্রধান অর্থনৈতিক সূচক কিছুটা নেতিবাচক অবস্থায় রয়েছে।
অর্থনীতিবিদদের অনেকে মনে করছেন, আমদানি, রপ্তানি, বেসরকারি খাতের ঋণপ্রবাহের যে লক্ষ্যমাত্রা, তার সঙ্গে ৮.২৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি মেলানো কঠিন। তাঁদের শঙ্কা, হঠাৎ করে কিভাবে একই রকম রপ্তানি, আমদানি ও ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রায় ৮ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি আমাদের অর্জন করা সম্ভব হবে। বিনিয়োগ কত হবে, কিভাবে হবে এসবের তেমন পরিকল্পনা বা সম্ভাবনা দেখছেন না তাঁরা। তা ছাড়া প্রবৃদ্ধি হওয়ার কিছু বাস্তব লক্ষণও তাঁদের কাছে দৃশ্যমান নয়। কিন্তু তার পরও জিডিপির যে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা আমাদের অর্থনীতিতে আশার সঞ্চার করতে পারে। সমস্যা হচ্ছে, বাংলাদেশের বাজার অর্থনীতি কোনো সূত্র মেনে চলে না। অনেক আধুনিক অর্থনীতিবিদই মূল্যস্ফীতিকে ইতিবাচকভাবে দেখে থাকেন। কিন্তু বাংলাদেশের বাজারে মূল্যস্ফীতি কোনো ইতিবাচক সূচক হিসেবে কখনো দেখা দেয়নি। আমরা চাইব দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসুক। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাক।