সিলেট চেম্বারের উদ্যোগে মিলনমেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

3

সিলেট চেম্বার এর উদ্যোগে সকল সদস্যদের নিয়ে ‘মিলনমেলা’ আয়োজনের লক্ষ্যে গত ৫ জানুয়ারি রবিবার চেম্বার কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চেম্বারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জোরদারকরণের লক্ষ্যে আমরা প্রথমবারের মতো মিলনমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি। প্রথমে মিলনমেলাটি ১১ জানুয়ারি আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হলেও পরবর্তীতে বিশ্ব ইজতেমার কারণে তা পিছিয়ে ১৮ জানুয়ারি করা হয়েছে। এয়ারপোর্ট রোডস্থ এডভেঞ্চার ওয়ার্ল্ডে অনুষ্ঠিতব্য উক্ত মিলনমেলার রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করে ১০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি ও মিলনমেলা আয়োজক কমিটির আহবায়ক তাহমিন আহমদ, রেজিস্ট্রেশন কমিটির আহবায়ক ও চেম্বারের পরিচালক মোঃ সাহিদুর রহমান। তারা মিলনমেলা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য চেম্বারের সদস্যদের প্রতি আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিচালক পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি