বিভ্রান্ত না হওয়ার আহবান ॥ বিশ্ব ইজতেমা শুরু ১ম ধাপ ১০ জানুয়ারি, ২য় ধাপ ১৭ জানুয়ারি

6

গত ২ জানুয়ারি বৃহস্পতিবার মাওলানা যোবায়ের আহমেদের অনুসারীগণ রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘তাবলিগ জামাতের চলমান পরিস্থিত ও বিশ^ ইজতেমা-২০২০ এর প্রস্তুতি’ শীর্ষক বৈঠকে সরকারের ঘোষণাকে অস্বীকার করে তারা মিথ্যাচার করেছে। মতবিনিময় সভায় তারা জানিয়েছেন “এবার তাবলিগ জামাতের ইজতেমা এক পর্বেই হচ্ছে। আর সেটা ১০ জানুয়ারি শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে।” যা আদৌ সত্য নয়। সংবাদটি বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনক পত্রিকায় ছাপা হয়েছে। এ ধরনের সংবাদ পড়ে বিভ্রান্ত হাওয়ার জন্য মাওলানা সাদ এর অনুসারীগণ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের আহবান জানিয়েছেন।
দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী “এবার তাবলিগ জামাতের ইজতেমা দু’ধাপে হচ্ছে। প্রথম ধাপ ১০ জানুয়ারি শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে এবং দ্বিতীয় ধাপ ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে”।
ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা স্বার্থে সংবাদটি প্রচারের অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি