কমলগঞ্জে শিক্ষা বৃত্তি ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

5

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে ৩য় ও ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষার মোট ৬টি প্রতিষ্ঠানের ৪৯ জন ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও পতনঊষার থেকে বুয়েট, ঢাবি, চুয়েট, শাবি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় ৩ পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠে ডাঃ আলী রাজা আবু সুন্নাহ্ এর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারন সম্পাদক ডাঃ মোহাম্মদ মিসবাহ্ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, প্রভাষক আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমদ খান, সমাজসেবক মাহমুদুর বাদশা, প্রধান শিক্ষক ফয়েজ আহমদ, নেছার আহমদ, জমশেদ আলী প্রমুখ।