ওয়ার্ম-আপে ফুটবল নিষিদ্ধ করল ইংল্যান্ড

7

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
ক্রিকেট ম্যাচের আগে অনুশীলনে খেলোয়াড়রা ফুটবল নিয়ে খানিক দৌড়ঝাঁপ করে থাকেন। সব দেশের ক্রিকেটারদেরই এমনটা করতে দেখা যায়। বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও নিয়মিত দেখা যায় ফুটবল খেলতে। ম্যাচের আগে একটা অংশই হয়ে গেছে কিছুক্ষণ ফুটবল খেলা। এটা এসেছে ইংল্যান্ড ক্রিকেট থেকে। আর তারাই এবার সেটাকে নিষিদ্ধ করল।
এর পেছনের কারণটা অবশ্য ররি বার্নস। কেপটাউন টেস্টের আগে ওয়ার্ম-আপে ফুটবল খেলতে গিয়ে লিগামেন্টের চোটে পড়েছেন এই ব্যাটসম্যান।
বার্নসের এমন খবরের পর আর ফুটবল নিষিদ্ধ করতে দেরি করেননি ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক অ্যাশলে জাইলস। দলের কোচ সিলভার উডের সঙ্গে আলোচনা করে ফুটবল নিষিদ্ধের সিদ্ধান্ত নেন দ্রুত।
বার্নসের চোট এতটাই যে, ছিটকে গেছেন গোটা সিরিজ থেকে। বার্নসের ছিটকে যাওয়ায় বিপদে পড়েছে ইংল্যান্ড। কেননা, দলে বাড়তি ব্যাটসম্যান আছে মাত্র একজন। বাকি আছে আরও দুই ম্যাচ।
ইসিবি নির্বাহী পরিচালক অ্যাশলে জাইলস শুরু থেকেই ফুটবল নিয়ে ওয়ার্ম-আপের বিপক্ষে ছিলেন। কিন্তু দলের সিনিয়র খেলোয়াড়দের কথাতে বাদ দেওয়া যায়নি ফুটবল।
এর আগেও ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েছিলেন উইকেট রক্ষক-ব্যাটসম্যান জনি বেরিস্ট্রো, জো ডেনলি এবং জেমস এন্ডারসন।