তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের ফল প্রকাশ

29
সিলেট বিভাগে বেসরকারি উদ্যোগে গঠিত তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের ২০১৯ সালের হিফজুল কুরআন (তাকমীল) সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন বোর্ডের প্রধান উপদেষ্টা প্রফেসর মাওলানা সৈয়দ ইকরামুল হক।

সিলেট বিভাগে বেসরকারী উদ্যোগে গঠিত তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের ২০১৯ সালের হিফজুল কুরআন (তাকমীল) সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের প্রধান কেন্দ্র নগরীর হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসায় দুপুরে ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান শায়খ আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে ও সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদের পরিচালনায় বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন বোর্ডের প্রধান উপদেষ্টা প্রফেসর মাওলানা সৈয়দ ইকরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন, বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন ও অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম।
সিলেট বিভাগের প্রায় অর্ধ শতাধিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান প্রতিবারের ন্যায় এবারও হিফজ তাকমীল সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার শতকরা ৮৮%। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ১০৭ জন। এর মধ্যে ১ম, ২য় এবং ৩য় এই তিন বিভাগে মোট ৯৪ জন হাফেজে কুরআন কৃতকার্য হন।
সম্মিলিত মেধা তালিকায় মানিকগঞ্জ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা সিলেট এর কৃতি ছাত্র আনাছ বিন আব্দুর রহিম প্রথম (রোল নং- ধ-০০১১৫৭), মানিকগঞ্জ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা সিলেট এর কৃতি ছাত্র মোঃ জাহেদ আহমদ দ্বিতীয় (রোল নং-ধ-০০১১৫৫) এবং মোয়াজ বিন জাবাল (রাঃ) কুরআনিক ইন্টারন্যাশনাল সিলেটের কৃতি ছাত্র ইমতিয়াজ মাহমুদ (রোল নং- ধ-০০১২১৭) তৃতীয় বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
উত্তীর্ণ ছাত্রদের বিভাগ ও রোল নাম্বার ঃ
প্রথম বিভাগ ঃ
ধ-০০১১৭৩, ধ-০০১২৪৫, ধ-০০১১৫২, ধ-০০১১৬৯, ধ-০০১১৯৭, ধ-০০১২১৬, ধ-০০১২১২, ধ-০০১২০৬,
ধ-০০১১৪৭, ধ-০০১২৫২, ধ-০০১২১৩, ধ-০০১২১৮, ধ-০০১২৩৩, ধ-০০১১৪৬, ধ-০০১২০৫, ধ-০০১২৪২,
ধ-০০১২৪৮, ধ-০০১১৯৬, ধ-০০১২৫৪, ধ-০০১২১৪, ধ-০০১১৬২, ধ-০০১১৮০, ধ-০০১১৮৭, ধ-০০১১৮২,
ধ-০০১২০১, ধ-০০১২১৫, ধ-০০১২৫০, ধ-০০১১৯৯, ধ-০০১১৭০, ধ-০০১১৭৯, ধ-০০১১৫১, ধ-০০১১৭৭,
ধ-০০১১৫৩, ধ-০০১১৫৪, ধ-০০১১৬০, ধ-০০১২৫৬, ধ-০০১২০০, ধ-০০১১৭১, ধ-০০১২১০, ধ-০০১২০২,
ধ-০০১২০৫, ধ-০০১১৯১, ধ-০০১২০৮, ধ-০০১২২৭, ধ-০০১১৬৮, ধ-০০১২২৩, ধ-০০১১৪৮, ধ-০০১১৬৭,
ধ-০০১২৫১, ধ-০০১২৩২, ধ-০০১২৪৩,
দ্বিতীয় বিভাগ ঃ
ধ-০০১২০৩, ধ-০০১১৫৮, ধ-০০১১৯৫, ধ-০০১১৭৬, ধ-০০১১৯৩, ধ-০০১২৪৪, ধ-০০১২১১, ধ-০০১১৬৩,
ধ-০০১১৮৫, ধ-০০১১৭৫, ধ-০০১২৩৪, ধ-০০১২৩৬, ধ-০০১২২৫, ধ-০০১১৮৮, ধ-০০১১৭২, ধ-০০১১৫৬,
ধ-০০১২১৯, ধ-০০১১৯৪, ধ-০০১২৩৭, ধ-০০১২৩০, ধ-০০১২২০, ধ-০০১২০৯, ধ-০০১২২৪, ধ-০০১২২১,
ধ-০০১২৩১, ধ-০০১১৬৬, ধ-০০১১৪৯, ধ-০০১২৩৮,
তৃতীয় বিভাগ ঃ
ধ-০০১১৬১, ধ-০০১১৫০, ধ-০০১১৬৫, ধ-০০১১৮৬, ধ-০০১১৭৪, ধ-০০১১৫৯, ধ-০০১১৮৩, ধ-০০১২০৭,
ধ-০০১২৪১, ধ-০০১১৬৪, ধ-০০১২৩৯, ধ-০০১১৮৪,
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি ও সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে।
এদিকে ফলাফল ঘোষণা শেষে বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৮জনকে উপদেষ্টা ও ২১জনকে কার্যনির্বাহী সদস্য করে ২০২০-২০২১ সনের জন্য বোর্ডের নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। বিজ্ঞপ্তি