দেশে কোন মানুষ ক্ষুধার্ত ও শীতার্ত থাকবে না – এমপি শামীমা শাহারিয়ার

92
জামাগলগঞ্জে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন শামীমা শাহরিয়ার এমপি।

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
গতকাল বিকেলে জামালগঞ্জ থানার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র মহিলাদের মধ্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণকালে প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট সুনামগঞ্জ সংসদীয় আসন-২১ এর এমপি এডভোকেট শামীমা শাহরিয়ার। তিনি বলেন, মানবতার মা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এদেশে কোন শীতার্ত ও ক্ষুধার্ত মানুষ থাকবে না। ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতি মুক্ত হবে সোনার বাংলা। নারীদের উন্নয়নে ও মান মর্যাদার মূল্যায়নে সরকার আন্তরিক। নারীর উন্নয়ন হলেই রাষ্ট্রীয় উন্নয়নের দরজা প্রসারিত হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নের হাত কে আরো বেগবান করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিঠির সদস্য আবু বক্কর সিদ্দিক, মোঃ আব্দুল মজিদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সদস্য মোঃ নিজাম নূর, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল আলম, জালাল উদ্দিন, ভীমখালী ইউনিয়নের কৃষকলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন, সদর ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়নের মানিক চৌধুরী, উত্তর ইউনিয়নের লায়েছ মিয়া, বেহেলী ইউনিয়নের আফসার উদ্দিন সহ মোঃ শেরন মিয়া, রাকিব, তাজউদ্দিন, সানোয়ার আলম প্রমুখ।