জঙ্গি-সন্ত্রাসীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে ———–মিসবাহ উদ্দিন সিরাজ

23
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী আইনজীবীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিনিয়র এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান সরকার জঙ্গি সন্ত্রাসীদের দমনে বদ্ধপরিকর। উগ্রবাদী জঙ্গি গোষ্ঠির অপতৎপরতা বন্ধে বর্তমান সরকার বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছে। ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার সরকারের কঠোর অবস্থান সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে জেএমবি-হুজিসহ উগ্রবাদী জঙ্গিগোষ্ঠির মূল হোতাদের প্রায় সকলেই আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছে। দ্রুততম সময়ে এসব জঙ্গি-সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনার সরকার শিগগিরই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে।
এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তিনি গতকাল সিলেটে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী আইনজীবীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিলেটের সরকারী কৌশলী এডভোকেট খাদেমুল মিল্লাত মোহাম্মদ জালাল।
সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ এডভোকেট সুজাত আলী রফিক, স্পেশাল পিপি এডভোকেট কিশোর কুমার কর, অতিরিক্ত পিপি এডভোকেট মাহফুজুর রহমান, সিনিয়র এডভোকেট জসিম উদ্দিন আহমদ, সিলেট ল’কলেজের সাবেক ভিপি এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট শিরিন সুলতানা, এডভোকেট মিনহাজ উদ্দিন খান, এডভোকেট আলতাফ উদ্দিন, এডভোকেট আব্বাস উদ্দিন, এডভোকেট সুজিত কুমার বৈদ্য, এডভোকেট জাকিয়া জালাল, এডভোকেট আকমল খান, এডভোকেট মুন্না, এডভোকেট আলা উদ্দিন, এডভোকেট প্রসেন চক্রবর্তী, এডভোকেট মাসুম বিল্লাহ, এডভোকেট বিকাশ অধিকারী, এডভোকেট আব্দুল আজিজ, এডভোকেট ফারজানা হাবিব, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট মাসুম আহমদ, এডভোকেট জয়ন্ত, এডভোকেট রাশেদা সাঈদা, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট সাকি, এডভোকেট একরামুল হক শিরু প্রমুখ।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস বিভাগের ওভারসিজ প্রসিকিউটরাল ডেভেলপমেন্ট, এসিস্ট্যান্স এন্ড ট্রেইনিং দফতর (ওপিডিএটি)-এর উদ্যোগে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সিলেটের প্রায় অর্ধশত আইনজীবী পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে যুক্তরাষ্ট্রের ওপিডিএটি প্রধান গ্রেগরি ডেভিস স্বাক্ষরিত সনদপত্র তুলে দেন সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিজ্ঞপ্তি