আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রকের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় ॥ আমদানি খাতে প্রতিবন্ধকতা বর্তমানে অনেক কমানো হয়েছে

11

গত ৩০ ডিসেম্বর সোমবার চেম্বার কনফারেন্স হলে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর (অতিরিক্ত সচিব) এর সাথে সিলেট চেম্বার এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। সভায় আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের দূরদর্শীতায় বর্তমানে সকল ধরণের সার্টিফিকেটকে অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে। ভবিষ্যতে এর সুফল ব্যবসায়ীরা পাবেন। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের বিকাশে আমদানি খাতে প্রতিবন্ধকতা বর্তমানে অনেক কমানো হয়েছে। নিষিদ্ধ কিছু পণ্য ছাড়া প্রায় সবকিছুই বাংলাদেশে আমদানি করা যায়। তিনি আমদানিকারকদের অনলাইনে ওএলএম একাউন্টের মাধ্যমে আমদানি কার্যক্রম পরিচালনার আহবান জানিয়ে বলেন, ওএলএম একাউন্টের আমদানি ব্যবসা পরিচালনা করলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমে আসবে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন। তিনি বলেন, বর্তমানে রবি ও বাংলালিংক ছাড়া অন্য কোন মোবাইল অপারেটর থেকে অনলাইনে আমদানি সনদপত্র নিবন্ধনের আবেদন করা যাচ্ছে না, তবে সম্প্রতি গ্রামীনফোনের সাথে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শীঘ্রই গ্রামীনফোন থেকেও অনলাইন নিবন্ধনের আবেদন করা যাবে। তিনি জানান, আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অফিসগুলোতে লোকবল বৃদ্ধি ও এলসি স্টেশনের ডাম্পিং এরিয়ার শেড তৈরীর পরিকল্পনা আমাদের রয়েছে। তিনি আমদানি রপ্তানি লাইসেন্স নবায়নে বিলম্ব হয়ে গেলে সেক্ষেত্রে বিলম্ব ফি কমানোর লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তাগণ আমদানি রপ্তানি লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অফিসে কর্মরত কর্তকর্তাদের দক্ষতা বৃদ্ধিকরণ এবং আমদানি রপ্তানি সংক্রান্ত পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি খয়রুল হুসেন, সিলেট চেম্বারের পরিচালক মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, এসএমসিসিআই এর সাবেক ১ম সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার জলিল, পরিচালক অজয় কুমার ধর প্রমুখ। বিজ্ঞপ্তি