পোষ বুকের তলে

17

মিজানুর রহমান মিজান :

ভাল থাকতে চাহিলে, পোষ বুকের তলে
ভীষণ কষ্ট আগলে, নি:স্বার্থতা ধর সমুলে।।

বিপদ আসবে বেশি, ছাড় স্বার্থ ও পেশী
চেও না হতে যশী,লাগাম টান কৌশলে।।

দেখ যদি স্বপ্ন, মিলাতে অতি রত্ন
হও ছাড়া ছন্ন, লজ্জা শরম যাও ভুলে।।

বাঁকা পথে অঢ়েল রস, পাবে খ্যাতি আছে যশ
লেবু ছিপলে বেরুবে রস, তবে হারাবে ভালো দু’কুলে।।