শীতের পিঠের আমন্ত্রণ

26

রাকিবুল হাসান রাকিব :

সকালের নরম রোদে, শীতের ভাপা পিঠার মিষ্টি স্বাদে যখন সবাই একসাথে বসে, কথা বলার আড্ডায় সবার কাছে খুবই ভালো লাগে।। কিন্তু কেউ কথা বলে আর কেউ পিঠে নিয়ে খায়, মনে তার এক প্রতিযোগিতার মঞ্চে পাল্লা দিচ্ছে। হয়তো অনেক পাঠকের মুখে শীতের পিঠের কথা শুনে জল গড়িয়ে আসতে পারে। হুম, বুঝি কিন্তু কিভাবে তার আমন্ত্রণ করতে তা এখনো ভালো করে জানা হলোনা।
আচ্ছা, সমস্যা কি? সবাই চলে আসেন। বাড়িতে সবার জন্য না হয়, শীতের দাওয়াত রইল। জানি তাতে কেউ স্বেচ্ছায় আসতে চাইবেনা, কেউ যদি ইচ্ছের বিরুদ্ধে রাজি হলেও কেউ রাজি হবেনা। কেন? এই শীতে কম্বলের নিচ থেকে কে বা বের হবে? অনেকের কাছে তাই মনে হবে, শীতের ভাপা পিঠার চেয়েও আমার কাছে ঘুম শ্রেষ্ঠ। কিছু কিছু তা অগ্রাহ্য করে চলেই আসতে পারে।। আমি কিন্তু কাউকে না আসতে বলছিনা আর কাউকে মন থেকে জোর করছিনা, তবে বলব সময় মতো চলে আসবেন কিন্তু না আসলে কি আর করার বলেন??
যাঁরা আসবেন, পূর্বে থেকে বলে রাখবেন কেননা আপনার আসাটা যেন বৃথা উপভোগ করতে না হয়।।
আমি আপনাদের জন্য সকালে কয়েকটি কবিতার চরণ শুনাতে চাইলেও পারছিনা জানি তবে আপনারা যে যেখানে আছেন পড়তে পারেন……..
আমি তোমার শীতের চাদর হতে চাই
আমি তোমার কাছে আসতে চাই।।
তুমি যেখানে আছ, আমি সেখানে
একটু উষ্ণতা ছড়াতে চাই।।
আমি তোমার হতে চাই।।
কারো কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু আমি তো শিল্পী না না হয় গান বানিয়ে শুনাতাম। অনেক কথা বলে ফেললাম কিন্তু এই বছর শেষ না হতেই শীতের পিঠে খেতে চলে আসবেন।।