জালালপুরে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বক্তারা ॥ শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন আদর্শ মানুষ হতে হবে

18

দক্ষিণ সুরমার জালালপুরে ১২তম হাজী মোহাম্মদ আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বৃত্তি বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়। জালালপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং যুক্তরাজ্য জালালপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কামাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভাল ছাত্র হওয়ার পাশাপাশি একজন আদর্শ মানুষ হতে হবে। স্বপ্ন দেখতে হবে আলোকিত সমাজ গড়ার। জীবনের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের অধ্যবসায় করার আহ্বান জানান তিনি।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব খালেদ আহমদের পরিচালনায় এবং পরিচালনা কমিটির সভাপতি জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭১ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, সিলেট মিলেনিয়ামের স্বত্ত্বাধিকারী বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক হোসেন আহমদ, বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল চন্দ্র পাল, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, এম সাইফুর রহমান ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। পরিচালনা কমিটির সদস্য আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবীদ শহিদুর রহমান শাহিন, জালালপুরের সাবেক ভাপরপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, পরিচালনা কমিটির সহ সভাপতি শেখ ইদ্রিছ আলী তুরণ মিয়া ও এম এ শহীদ পংকি, সদস্য জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার আহমদ, বিশিষ্ট সমাজসেবী স্পেন প্রবাসী শরিফ আহসান, বিশিষ্ট মুরব্বী বদরুল ইসলাম জয়দু, হযরত ওমর ফারুক একাডেমীর প্রিন্সিপাল মুফতী জিয়াউল হক, জালালপুর কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান খান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মাহবুবুর রহমান ফাহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি