রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে কোনাজাল সহ ট্রলার জব্দ

12

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবহার নিষিদ্ধ কোনাজাল ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় রামসার সাইটখ্যাত সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বৈআইনিভাবে মাছ শিকারকালে জালসহ ট্রলারটি জব্দ করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বেআইনিভাবে প্রবেশ পূর্বক একদল জেলে মাছ শিকার করতে গেলে টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ কোনজাল সহ জেলেদের ব্যবহ্নত ট্রলারটি জব্দ করেন।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রামসার সাইট খ্যাত দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন (মা মাছের অভয়াশ্রম) ক্ষেত্র টাঙ্গুয়ার হাওরে বেআইনি ভাবে যে কোন ধরণের ব্যবহার ও বিক্রয়নিষিদ্ধ এ ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।
জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিট্রেটগণ টাঙ্গুয়ার হাওরে বেআইনিভাবে মাছ ও পাখি শিকার. হিজল -করচ গাছ, সবধরণের জলাবান কাটা বন্ধে নিয়মিত এ ধরণের অভিযান চালাবেন।