স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল করে গড়ে তুলতে – জেলা প্রশাসক

10
জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার ১ম নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, স্কাউট আন্দোলন চারিত্রিক গুণাবলী বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল করে গড়ে তুলতে। লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিংয়ের ভূমিকা অনন্য। তিনি সিলেট জেলা স্কাউটসদের স্কাউট কার্যক্রমকে আর বেগবান করতে সুপরিসরে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করতে আহবান জানান।
তিনি ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার ১ম নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা স্কাউটস সম্পাদক মোঃ মকব্বির আলী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আছলাম উদ্দিন, জেলা সহকারী শিক্ষা অফিসার নাজমা বেগম, জেলা স্কাউটস’র সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আব্দুল মালিক, মোঃ জার উল্লাহ, কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র নাথ, স্কাউটস কমিশনার মামুন আহমদ, সহকারী স্কাউটস কমিশনার মোঃ হিফজুর রহমান খান, জামাল উদ্দিন, হাজী মোঃ শাহাব উদ্দিন, ডাঃ আবুল হাসনাত সুজন পিএস, আহমদ আলী, মোহাম্মদ জাহেদুল আম্বিয়া কার্জন, যুগ্ম সম্পাদক মোছাঃ মুসলিমা বেগম, জেসমিন বেগম, জেলা স্কাউটস লিডার মোঃ আব্দুল হাই, কাব লিডার আহমেদুল কিবরিয়া বকুল এডিইও, এএলটি প্রতিনিধি মোঃ এমদাদুল হক সিদ্দিকী, আব্দুল ওয়াদুদ, মোঃ লোকমান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটস কমিশনার মোঃ শহিদুর রব, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস কমিশনার এ এইচ এম শফি, জকিগঞ্জ উপজেলা স্কাউটস কমিশনার বিশ্বজিৎ রায়, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউটস কমিশনার শংকর চন্দ্র দাস, জেলা স্কাউটস অফিস সহকারী মাহবুব হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি