বিয়ানীবাজারে দিনব্যাপী পথনাটক উৎসব

6

নাটকে বাজুক, বিজয়ের গান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ ডিসেম্বর) বিয়ানীবাজার সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদ, বিয়ানীবাজার এর দিনব্যাপী পথনাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের অনুষ্ঠানে ১ম পর্বে ছিলো উদ্বোধন ও আলোচনা সভা। ৫ টি দলের নাটক পরিবেশনা ছিলো নাট্যোৎসবের ২য় পর্বে।
সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক তন্ময় পাল চৌধুরীর সঞ্চালনায় পথ নাটক উৎসবের উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর। “বিদ্যালয় পর্যায়ে নাট্যচর্চা সময়ের দাবি” শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ বিয়ানীবাজার’র সহ সভাপতি আতিকুল ইসলাম রুকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর হোসাইন আল মোহাম্মদী খোকন, সিপিবির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কবি ওয়ালি মাহমুদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি আহমেদ ফয়সাল, সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার। বিজ্ঞপ্তি