দলইগাঁও উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

7
দলইগাঁও উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এলাকাবাসী।

কোম্পানীগঞ্জের দলইগাঁও উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের ভিত্তিপ্রস্তর (২য়, ৩য় ও ৪র্থ তলা) স্থাপন করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি বিদ্যালয়ে গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য, সিলেট শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, এএসপি সার্কেল নজরুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সদস্য এড. আজমল আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল আলহাজ্ব ফজলুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবদীন, সহ-সভাপতি ও দলইগাও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুর মিয়া, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, থানার ওসি সজল কানুন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, ৩নং তেলিখাল ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. কমর উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য এম. সুহেল আহমদ, জুয়েল আহমদ, তজব আলী, রিয়াজুল ইসলাম, দলইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলী, দলইগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এডভোকেট মকদ্দুছ আলী, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, আ’লীগ নেতা মন্তাজ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি রূপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক এখলাছ আলী, কোষাধ্যক্ষ শুভ রঞ্জন দাস বুলী, তেলিখাল ইউনিয়ন আ’লীগের সাবেক সেক্রেটারী আনসার আলী, প্রভাষক কামাল আহমদ, আওয়ামী লীগ নেতা দুদু মিয়া, কাচা মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দেলওয়ার আহমদ, যুবলীগ নেতা রহমত উল্লাহ, সেলিম আহমদ, সুহেল আহমদ, আব্দুর রহমান, সোহেল আহমদ, খলিল আহমদ, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা জনি, সুহান, সিরাজুল প্রমুখ।
ভবনের উদ্বোধনী মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা এখলাছুর রহমান। বিজ্ঞপ্তি