মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরীর ইন্তেকাল

9

সিলেটের প্রখ্যাত আলেম নগরীর রেলগেইট জামে মসজিদের প্রধান খতিব মাওলানা শেখ মুজিবুর রহমান ভাদেশ্বরী আর নেই। গতকাল বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ইন্তোকল কলেছেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)। নগরীর কুয়াপারস্থ নিজ বাস ভবনে ভোর সাড়ে ৪টায় অজু পড়ার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৬৬ বৎসর বয়সে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্যা মুরিদান ভক্ত ও আশেকান রেখে গেছেন। তিনি উপ মহাদেশে ওলীকুল শিরোমণি শামসুল উলামা আল্লামা ফুলতলী (র:) অন্যতম খলিফা ছিলেন। বৃহত্তর সিলেটসহ বিভিন্ন জেলায় তার ভক্ত ও আশেকান রয়েছেন। তিনি জালালপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক, ওসমানীনগর গোয়ালাবাজার খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তার পিতা মাওলানা শেখ আব্দুর রকিবও একজন খ্যাতিমান আলেম ছিলেন। বুধবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে তার পিতার কবরের পাশে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বক্তব্য রাখেন- চান্দাইরপাড়া আলীয়া মাদরাসার প্রিন্সিপাল সরওয়ার জাহান, জালালপুর আলীয়া মাদরাসার প্রিন্সিপাল জফরুদ্দিন আবদুল মুনিম, মাওলানা আব্দুল আলীম ছহেবজাদায়ে বরণী, সুপ্রিমকোর্টে আইনজীবী এডভোকেট আখতারুজ্জামান ও মরহুমের বড় ছেলে শেখ আব্দুল আজিজ সুজা প্রমুখ। বিজ্ঞপ্তি