দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই – মুফতী লুৎফুর রহমান কাসেমী

8

বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সিলামস্থ সংগঠনের কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহি সভাপতি মাওলানা সাইফুল আলমের সঞ্চালনায় ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাফিজ মুফতি লুৎফুর রহমান কাসেমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান অন্যায় খুন, ধর্ষণ, অনৈতিকতা ও দুর্নীতি বন্ধ করতে হলে ইসলামী খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। জুলুম-শোষণমুক্ত ইনসাফভিত্তিক ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম করতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ, দক্ষিণ সুরমা শাখার সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফি আহমদ হাফিজুর, দক্ষিণ সুরমা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান খান, প্রচার সম্পাদক নেছার আলী, অফিস সম্পাদক হাফিজ মাওলানা সাঈদ আহমদ, ছাত্র মজলিস নেতা ইসমাঈল আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা শাহেদুল ইসলাম, জিল্লু মিয়া, রাকীব হাসান, কাওছার আহমদ, রেজুয়ান আহমদ, হামিদুর রহমান শরীফ প্রমুখ। বিজ্ঞপ্তি