প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন ॥ কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ২৪ ডিসেম্বর শুরু

9

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছর পূর্তিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে ২ দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। অনুষ্ঠানের ১ম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন। ২য় দিন ২৫ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ২ দিন ব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে, ১ম দিন সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন। ৯ টা ২০ মিনিটে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন। সকাল ১০ টায় র‌্যালী, সকাল সাড়ে ১০ টা ৪৫ মিনিটে বর্তমান ছাত্রছাত্রীদের কবিতা আবৃতি/গান ও খেলাধূলা। দুপুর ১২ টায় স্মৃতিচারণ, দুপুর ১ টা ১০ মিনিটে বিরতী, দুপুর ২ টা ১০ মিনিটে প্রাক্তন ছাত্রছাত্রীদের খেলাধূলা। বিকাল ৪ টায় ১ম দিনের আলোচনা সভা। সন্ধ্যা ৫ টা ১০ মিনিটে পুরস্কার বিতরণী, রাত সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টায় ১ম দিনের অনুষ্ঠানের সমাপ্তি। পরদিন ২৫ ডিসেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং কদমতলী এলাকার প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। সকাল সাড়ে ১০ টায় প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ, দুপুর ১২ টায় বর্তমান ছাত্রছাত্রীদের খেলাধূলা। দুপুর ২ টা ১৫ মিনিটে মুরব্বীয়ানদের স্মৃতিচারণ, বিকাল ৩ টা ১০ মিনিটে ফটো সেশন ও ধাধা প্রতিযোগিতা। বিকাল সাড়ে তিনটায় আলোচনা সভা। বিকাল ৩ টা ৪৫ মিনিটে পুরস্কার বিতরণী। বিকাল ৪ টায় প্রধান অতিথির বক্তৃতা। সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে সিলেটের জনপ্রিয় অভিনেতাদের কে নিয়ে মঞ্চ নাটক ও অভিনয়। সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টায় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক ও সচিবের সমাপনী বক্তব্যে। রাত ১১ টায় সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপপ্তি। সুবর্ণ জয়ন্তী উদযাপন পালন উপলক্ষে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মিজানুর রহমান শাহানুর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১),২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর কদমতলীর বাসিন্দা রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। বিজ্ঞপ্তি