শ্রদ্ধা-ভালোবাসায় স্যার ফজলে হাসান আবেদের চিরবিদায়

9

কাজিরবাজার ডেস্ক :
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম রূপকার স্যার ফজলে হাসান আবেদ। তীব্রশীত উপেক্ষা করে অগণিত মানুষ জড়ো হয়েছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। বিদায়যাত্রায় কফিনে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে সেসব মানুষ জানান তাদের শ্রদ্ধা, ভালবাসা। ফুলের শ্রদ্ধা নিবেদনকালে। কারও চোখের কোল গড়িয়ে ঝরেছে অশ্রু। সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ কীর্তিমান মানুষটির কর্মের মূল্যায়ন করেছেন বিশিষ্টজনরা। ফজলে হাসান আবেদকে হারিয়ে দেশের অগ্রযাত্রায় অপূরণীয় ক্ষতির কথা বলেন তারা।
রবিবার বনানীর আর্মি স্টেডিয়ামে অন্তিম শ্রদ্ধা নিবেদন করা হয় ফজলে হাসান আবেদকে। সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত জানানো হয় শ্রদ্ধাঞ্জলি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শ্রদ্ধা জানান নানা শ্রেণী-পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে প্রথম স্ত্রী আয়েশা আবেদের কবরে তার লাশ সমাহিত করা হয়। তার জানাজা পড়ান গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদের ইমাম মাওলানা আহসানউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ছেলে শামেরান আবেদ, মেয়ে তামারা আবেদসহ পরিবারের ঘনিষ্ঠজনরা। এর আগে সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে নেয়া হয় তার মরদেহ। সেখানে বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা ব্র্যাকের এই প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী।