জাফলংয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময়

33

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারির অচলাঅবস্থা নিরশন কল্পে পাথর কোয়ারি সচল করার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জাফলং পাথর ব্যবসায়ী সমিতির হলরুমে জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের পরিচালনায় জাফলং পাথর ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম খাঁন, সহ-সভাপতি ইসমাইল আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নজরুল সিকদার, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমেদ, জাফলং শ্রমিক ব্যবসায়ী ঐক্য পরিষদের সমন্বয়কারী সদস্য হেনরি লামিন, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সিরাজ উদ্দিন, যুুুুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ব্যবসায়ী আব্দুস শহিদ, আমজাদ বখস, আব্দুস ছাত্তার, বাবুুল, মখসুছ আলম, মাসুক আহমদ, সামছুল আলম, সুমন আহমদ, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ আলী, শ্রমিক নেতা মোশারফ হোসেন, ফুল মিয়া, ফয়জুল ইসলাম, কবির আহমদ, নুর মিয়াসহ জাফলং-ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।