মহাননেতা

13

মুহাম্মদ ইমদাদ হোসেন

শেখ মুজিবুর মহাননেতা
নেইতো তাতে সন্দেহ,
দেশের তরে উৎসর্গ তাঁর
স্বপরিবার মন-দেহ।

মানুষ যখন অতিষ্ট হায়
আইয়ূব খানের শাসনে,
মুজিব তখন মঞ্চ কাঁপান
সাত’ই মার্চের ভাষণে।

তার ডাকেতে বীরবাঙালি
যুদ্ধে নামে গর্জনে,
লড়াই করে বীরের বেশে
স্বাধীনতা অর্জনে।

স্বাধীনদেশে মুজিব বসেন
রাষ্ট্রপতির আসনে,
দেশটা গড়ার স্বপ্ন আঁকেন
নিজের দক্ষ শাসনে।

দুশমনেরা দেয়নি তাঁকে
স্বপ্নপূরণ করিবার,
সোনারবাংলা গড়ার আগে
কেড়ে নেয় স্বপরিবার।