জগন্নাথপুরে বেড়িবাঁধের কাজ শুরু

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-১ ও পোল্ডার-২ এলাকায় এবার ৯৫ লাখ টাকা ব্যয়ে ৪৫টি পিআইসি প্রকল্পের মাধ্যমে ৩০ কিলোমিটার বেড়িবাঁধের কাজ শুরু হয়।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী (এসও) হাসান গাজী বলেন, আপাতত থোক বরাদ্দ ৯৫ লাখ টাকা হয়েছে। আমরা চাহিদা পাঠালে বরাদ্দে পরিবর্তন আসতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। শেষ করতে হবে আগামী ২৮ ফেব্র“য়ারির মধ্যে।