সুরমা নদীর দক্ষিণ পারে থাকা ৩ সিটি ওয়ার্ডের উন্নয়নে সাড়ে ৩শ’ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে – মেয়র আরিফুল হক

17
নগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত সদর দক্ষিণ নাগরিক কমিটির প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সুরমা নদীর দক্ষিণ পারে অবস্থিত সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডসহ সংলগ্ন এলাকার উন্নয়নে সাড়ে ৩শ’ কোটি টাকার প্রকল্প কাজ চলছে। ইতোমধ্যেই ১শ’ কোটি টাকারও বেশী অর্থের প্রকল্প কাজ সম্পন্ন হয়েছে এবং অসমাপ্ত কাজ চলছে।’ এ সব প্রকল্প কাজ বাস্তবায়নে তিনি সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সর্বস্তরের নেতা-কর্মীসহ গোটা দক্ষিণ সুরমাবাসীর সহযোগিতা কামনা করেন।
‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ আজম খানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল গত বুধবার রাতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে ২৫, ২৬ ও ২৭নং সিটি ওয়ার্ডের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে স্মারকলিপি দিতে গেলে, তিনি তাঁদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম হাফিজ লোহিত, আলহাজ্ব হাবিব হোসেন চেয়ারম্যান, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, সহ-সাধারণ সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক তালুকদার, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, প্রচার সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন রানা, দপ্তর সম্পাদক ছয়েফ খান, সহ-সম্পাদক সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল, নির্বাহী সদস্য শাব্বির আহমদ ফয়েজ, ইখতিয়ার উদ্দিন সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি