ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ ॥ সিন্ডিকেট মজুদ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ

10
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

চাল, ডাল, পেঁয়াজ, তেল, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বি দাম কমিয়ে দেওয়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুম্মা নগরীর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহ গেইটে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মুফতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিবের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি কাছু মিয়া, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা শরফ উদ্দিন খান, দপ্তর সম্পাদক মাওলানা আলী হায়দার, প্রচার সম্পাদক মুহাম্মদ নাঈম আহমদ, প্রকাশনা সম্পাদক মো. আনিসুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবুল হোসেন, আইন সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ আহমদ মাহী, সমাজকল্যাণ সম্পাদক কামাল হুসাইন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিদুল ইসলাম, মানবাধিকার সম্পাদক আনোয়ার হোসেন, সংখ্যালঘু সম্পাদক আবুল কাশেম, উপ-সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ আরফান প্রমুখ। বিজ্ঞপ্তি