বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে ——- ড. সেলু বাসিত

14

ঢাকা বিশ^বিদ্যালয়ের ভাষা বিজ্ঞানী ড. সেলু বাসিত বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ছাত্রছাত্রীদের অবশ্যই ইংরেজী শিক্ষায় পারদর্শী হতে হবে। এ বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
তিনি গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সিলেটের দক্ষিণ সুরমার জাতীয় শিশু-কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান স্মৃতি ৩৮তম মেধাভিত্তিক প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব এর সভাপতিত্বে এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সফির আহমদ কামাল ও অদিতি দেবনাথ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজম্মুল ইসলাম, শহীদ সুলেমানের ছোট ভাই মোঃ বুরহান হোসেন, খেলাঘরে কেন্দ্রীয় সদস্য অরুপ শ্যাম বাপ্পী।
স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সচিব মইন উদ্দিন আহমদ খোকন। বক্তব্য রাখেন শিক্ষাবিদ মনসুর আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমার জাতীয় শিশু-কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি সিরাজ উদ্দিন শিরু, হালিমা বেগম, হাজী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছে, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ শান্ত। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ খেলাঘর আসরের অর্থ সম্পাদক জালকিক খান, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ নাদিম, ক্রীড়া সম্পাদক শাকিল আহমদ, পাঠাগার সম্পাদক সাইফ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পারভেজ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিব আহমদ বিজয়, ফাহিম আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুশ শহিদ দুলাল, মহিলা বিষয়ক সম্পাদক সীমা মল্লিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাঈফ হাসান। বিজ্ঞপ্তি