মোল্লারগাঁও ইউনিয়নের নির্ধারিত স্থানে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ অবিলম্বে শুরু করুন ——সদর দক্ষিণ নাগরিক কমিটি

12

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র কেন্দ্রীয় কার্যকরী কমিটি ‘দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের নির্ধারিত স্থানে প্রস্তাবিত ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র নির্মাণ কাজ অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছে। গত (৭ ডিসেম্বর) শনিবার স্থানীয় চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রথম সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আজম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম সহ-সভাপতি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। এর উপর আলোচনায় অংশ নেন আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, আলহাজ্ব মোঃ আমির উদ্দিন, গোলাম হাদী ছয়ফুল, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, মোঃ আব্দুর রহিম, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, মোঃ দিলওয়ার হোসেন রানা, মোঃ ছয়েফ খান, চম্পক সরকার, মোঃ নজরুল হোসেন, মোঃ আব্দুল ওয়াহিদ, আব্দুল হাই আজাদ বাবলা, আলী আহমদ খান, লাহিন আহমদ রুয়েল, মোঃ আব্দুল গফফার, হোসেন মিনহাজ, এমএইচ নিজাম, অরিন্দম দাস হাবলু, মোঃ আব্দুল বাছিত, শাহ একলাছ মিয়া, বাবুল হোসাইন, আলতাফুর রহমান আনছার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহির মিয়া, ফকির শাহ মোঃ নোয়াব আলী, মোঃ মশাহিদ আলী, বাউল ফকির আফছান উদ্দিন, পংকী মিয়া জালালী, শমসের সিরাজ সোহেল, সেলিম আহমদ শেমিম, আব্বাস উদ্দিন জালালী, এ্যাডভোকেট মামুন হোসেন, মুহাম্মদ সোহেল রানা, শোয়াইবুল ইসলাম, আলহাজ্ব এমডি ফুল মিয়া, ইফতেখার হোসন সোহেল, হাফিজুর রহমান মুক্তা, আব্দুল হান্নান জুয়েল, শাব্বির আহমদ ফয়েজ, সিরাজুল ইসলাম চুনু, রাজিক লিটু, এমরান হোসেন ঝুনু, আবুল কালাম আজাদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং সদর দক্ষিণ এলাকার প্রয়াত সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজসেবীসহ মুরব্বিয়ানদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নির্বাহী সদস্য মাওলানা সুলেমান হোসেন চেয়ারম্যান।
সভার প্রস্তাবে সদর দক্ষিণ এলাকাবাসীর প্রাণের দাবি কথিত দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে ‘সদর দক্ষিণ’ উপজেলা নামকরণ বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই পরিকল্পনামন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিটি কর্পোরেশন কর্তৃক সদর দক্ষিণের অন্তর্গত সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের উন্নয়নে বৃহৎ পরিসরে নানা পদক্ষেপ গ্রহণ এবং কীন ব্রিজের স্থলে নতুন একটি ব্রীজ বা টানেল নির্মাণ প্রক্রিয়াধীন থাকার আশ্বাস দেয়ায় সিটি মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি