সভা-মিছিল নিষিদ্ধ, ছাতকে ১৪৪ ধারা জারি

28

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে একই সময়ে ও পাশাপাশি স্থানে আওয়ামীলীগের বিবদমান দু’গ্র“পের সভা ও গণ মিছিলের আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬ পর্যন্ত পৌর শহর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। শনিবার রাতে ১৪৪ ধারা জারি করে পৌরশহরে সব ধরনের মিছিল-মিটিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। ফলে পূর্ব ঘোষিত এখানে বিবদমান দু’গ্র“পের মধ্যে কেউ সভা-সমাবেশ ও মিছিল করতে পারেনি। এদকে শহরে ১৪৪ ধারা জারি করায় আতংকিত শহরবাসীর মাঝে ফিরে আসে স্বস্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত শুদ্ধি অভিযানকে স্বাগত জানাতে গতকাল রবিবার একই সময়ে পাশাপাশি স্থানে গণ সমাবেশ ও শহরে মিছিল করার ঘোষনা দেয় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, এমপি মুহিবুর রহমান মানিক সমর্থক এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও তার অনুজ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর সমর্থকরা। শহরবাসীর শান্তি-শৃঙ্খলা ভঙ্গ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, শহরের শান্তি রক্ষায় পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।