মাদানীয়া ক্বোরআন শিক্ষা বোর্ডের অনুষ্ঠানের স্থান পরিবর্তন

8

বিশুদ্ধ ক্বোরআন শিক্ষার অন্যতম সংগঠন মাদানীয় কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর ২০১৯ ইংরেজির ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। অনিবার্যকারণ বশত: ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলের পরিবর্তে খাদিমপাড়াস্থ হিলভিউ পার্টি সেন্টারের ৩য় তলায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদানীয় ক্বোরআন শিক্ষা বোর্ডের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মোকাদ্দস আলী, নির্বাহী সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন- আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ (ক্বওমী মাদ্রাসার শিক্ষাবোর্ড) সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন। প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন রাজধানীর বারিধারা মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা হাফিজ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট জামেয়া ক্বাসিমূল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মুহিবক্ষুল হক গাছবাড়ি, জামেয়া সোবহানীয়া উত্তরা ঢাকার শিক্ষা সচিব মুফতি মাওলানা মহিউদ্দিন মাসুম, জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বোরহান, সুরইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানায় শায়খ শফিকুল হক, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাফিজ আহমদ শিহাব প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেছেন মাদানীয়া বোর্ডের নির্বাহী সভাপতি মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ। বিজ্ঞপ্তি