সাংবাদিক রশিদ হেলালী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুরে শোকসভা ও মিলাদ মাহফিল

13

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী মোহাম্মদ রশিদ হেলালী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুরে সোমবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ক্যাম্পাসে শোকসভা, দোয়া মাহফিল ও গরীব-দুস্থ-অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রশিদ হেলালী’র প্রতিষ্ঠিত জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ও তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর যৌথ উদ্যেগে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. আশিক আশিক আনোয়ার বাহার, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হেলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর সভাপতি সাংবাদিক ফারুক আহমদ।
তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুলের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, বাউর ভাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, জাতীয় শ্রমিক লীগ জৈন্তাপুর উপজেলা সভাপতি ফারুক আহমদ, প্রভাষক মাসুক আহমদ, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান জীবন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুবেল আহমদ লুৎফুল করিম প্রমুখ। শোকসভা শেষে কয়েকজন গরীব-দুস্থ-অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি