সিপিবি’র কেন্দ্রীয় নেতা মনজুরুল আহসান খানের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে —বাম গণতান্ত্রিক জোট

9
সিপিবির কেন্দ্রীয় উপদেষ্টা মনজুরুল আহসান খান সহ সারাদেশে বামজোটের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার বিক্ষোভ মিছিল।

সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খানসহ দেশের বিভিন্ন স্থানে বামজোটের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিটি পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব। সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন সিপিবি নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র, সাতী রহমান, খায়রুল হাছান, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) নেতা মহিতোষ দেব মলয়, রেজাউর রহমান রানা, ছাত্র ইউনিয়ন সভাপতি সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক সাদিয়া নৈশিন তাসনিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল জামালপুরে সিপিবি কেন্দ্রীয় উপদেষ্টার হামলা মনজুরুল আহসান খানের উপর শুধু নয় শেরপুর, কুমিল্লা, ঢাকায় সিপিবি’র পদযাত্রায়, পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকার সূত্রাপুরে, বাসদের সমাবেশে পুলিশ-ছাত্রলীগ একের পর হামলা করছে। সারাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধি-দুর্নীতি-লুটপাট-সন্ত্রাসের প্রতিবাদে বামজোটের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে যখন প্রতিবাদ করছে তখন তাদের উপর এই হামলা। এই ধরনের হামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বক্তারা, মনজুরুল আহসান খান সহ সারাদেশে বামজোটের নেতাকর্মীদের উপর হামরাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। বিজ্ঞপ্তি