হেমন্তের ফুল

28

হামীম রায়হান

মোরগফুলের গোলাপি রঙে
হেমন্তেরি ছন্দ লেখা,
কুয়াশা আরো হয় যে ঘন,
যায় না কাছে দূরে দেখা।
গাঁদা ফুলের হলদে হাসি
মন করে দেয় স্নিগ্ধ,
শিশির জমা পাপড়ি দেখে
চোখ হয়ে যায় মুগ্ধ!
সন্ধ্যা নামে গন্ধরাজের
মিষ্টি ঘ্রাণের সাথে,
জোনাক নাচে ঘ্রাণের তালে
জোছনা ধোয়া রাতে।
হিমঝুরি ফুল রইযে ঝুলে
গাছে উচু ডালে,
শিউলি, কামিনী, অশোক, ছাতিম,
ফুটে হেমন্তকালে।