সিলেট সিটি কর্পোরেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল – মেয়র আরিফুল হক

10

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশনের পরিবহন চালকরা হচ্ছেন সিসিকের প্রাণ। তারা দিন-রাত পরিশ্রম করে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নগর উন্নয়নে ভূমিকা রাখছেন।
তিনি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের পরিবহন ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিসিকের পরিবহন ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাশের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের সচিব মো. বদরুল হক।
অনুষ্ঠানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রধানহিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সিসিকের পরিবহন চালক রমজান আলী, আব্দুল মান্নান ও মেকানিক আশুতোষ মুখার্জিকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও বিষেশ অতিথিরা। বিজ্ঞপ্তি