কানাইঘাটে অসামাজিক কার্যকলাপ বন্ধে বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবরে অভিযোগ দায়ের

14

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির সর্দারীপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র ফয়জুর রহমান ও হবিবুর রহমানের বসত বাড়ীতে দীর্ঘদিন ধরে জুয়া খেলা, মদ পান ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। ফয়জুর রহমানের বসত ঘরে এসব অপকর্মের ঘটনায় একই বাড়ীর সাবেক সৌদি আরব প্রবাসী মুক্তিযোদ্ধাপরিবারের সন্তান আনিছ মিয়া (৭০) বাদী হয়ে গত বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় কমিশনার ও পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে ফয়জুর রহমান ও তার সহযোগী একই বাড়ীর হবিবুর রহমান, শফিকুন নেছা, নছিরুল হক, জহিরুল হক ও আনোয়ারা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আনিছ মিয়া উল্লেখ করেছেন ফয়জুর ও হবিবের ঘরে দীর্ঘদিন সংঘবদ্ধ ভাবে জুয়া খেলা, মদ পান, দেহ ব্যবসা সহ নানা অসামাজিক কার্যকলাপ চললে তিনি এতে বাধা প্রদান করে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে ফয়জুর ও হবিব গংরা তার বসত বাড়ীর ফসলাদি, গাছপালা, পুকুরের মাছ পর্যন্ত মেরে নিয়া যায়। এমনকি তাদের এসব অসামাজিক কার্যকলাপে বাধা প্রদান করলে বৃদ্ধ আনিছ মিয়া কে দীর্ঘদিন ধরে প্রাননাশের হুমকি সহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছেন আনিছ মিয়া। বিবাদীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ ফয়জুর ও হবিবের বসত ঘরে অসামাজিক কার্যকলাপ বন্ধে বিভাগীয় কমিশনার ও ডিআইজির বরাবরে অভিযোগ দায়ের করেন আনিছ মিয়া।