কোম্পানীগঞ্জে পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

5

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া অপর এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শ্রমিকের নাম আব্দুল আওয়াল। তিনি সুনামগঞ্জ জেলার মৃত মুত্তালেব মিয়ার ছেলে।
রবিবার দুপুরে আরেফিন টিলায় হাসনু চৌধুরী ও মামুন চৌধুরী নামের দুই ব্যবসায়ীর পাথরের গর্তে পাথর উত্তোলন করছিলেন দুই জন শ্রমিক। এ সময় গর্তের পার ধসে আহত হন আব্দুল আওয়াল ও তার স্ত্রী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আওয়ালের মৃত্যু হয়। তিনি উপজেলার বউ বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
স্থানীয়রা জানান, এর আগে মামুন চৌধুরী ও হাসনু চৌধুরীর পাথরের গর্তে কয়েক দফায় একাধিক শ্রমিক নিহত হয়েছেন।
জানা গেছে, অবৈধভাবে একটি চক্র দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন করে আসছে। প্রশাসন অভিযান করলে কোন ব্যবসায়ী ধরা পড়েনা। অভিযানের আগে ভাগেই তারা সটকে পড়ে। জনগণ এ ধরণের অভিযানকে আই ওয়াস বলে মনে করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানু শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।