এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

13

পাঁচ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছে কলেজ শিক্ষক, পরিষদ, সিলেট। অনুপাত প্রথা বাতিল করে সরকারি নিয়মে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, পূর্বের ন্যায় ৮ বছর পূর্তিতে প্রভাষকদের ৭ম গ্রেড প্রদান সহ উচ্চতর স্কেল চালু, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পূর্বের নীতিমালা বহাল ও বদলি চালু সহ এমপিও নীতিমালা ২০১৮ সংশোধনের দাবিতে ২৩ নভেম্বর শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার। সহ সভাপতি প্রভাষক এম এ মতিনের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস, সহ সভাপতি প্রভাষক কামরুজ্জামান চৌধুরী, সহ সভাপতি অধ্যাপক নন্দ কিশোর রায়, সহ সভাপতি প্রভাষক মাহমুদ সুলতান, সহ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম, সহ সভাপতি প্রভাষক শাহজাহান কবির আকন্দ, প্রভাষক আলী ওসমান, প্রভাষক অপু কুমার দাস, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা সহ সভাপতি রনজিত কুমার তালুকদার, সহ সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক এইচ এম এ বাসিত, নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক কাওছার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি