জৈন্তাপুরে বিজিবি কর্তৃক ভারতীয় ১৭ টি গরু আটক

15
জৈন্তাপুরে বিজিবি কর্তৃক আটককৃত ১৭টি গরু।

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
সীমান্ত উপজেলা জৈন্তাপুর ৪৮ বিজিবি’র ডিবির হাওর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার দাবিরুল ইসলাম এর নেতৃতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৮৬ পিলারের ডিবির হাওর এলাকায় (২৩ নভেম্বর) শনিবার দুপুর ১.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে ১৭ টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরু বর্তমানে বিজিবি’র ডিবির হাওর বিশেষ ক্যাম্পে আটক রয়েছে।
এলাকাবাসী জানান- চোরকারবারী অন্যতম দলের সদস্য তাজ উদ্দিনের নেতৃত্বে ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের পর পর বিজিবি অভিযান চালিয়ে ১৭টি ভারতীয় আটক করে। চোরাকারবারি দলের সদস্যরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু ফেলে ভারতে পালিয়ে যায়।
অপরদিকে একই এলাকার ১২৮৬ রিভার পিলার এলাকা থেকে (২০ নভেম্বর) ডিবির হাওর বিশেষ ক্যাস্পের টহল টিম ২টি মহিষ ও ২টি গরু আটক করে। রিভার পিলার এলাকা হতে জৈন্তাপুর ক্যাম্প অভিযান চালিয়ে ৮টি গরু ও ৫টি মহিষ আটক করে।
৪৮ বিজিবি’র ডিবির হাওর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দাবিরুল ইসলাম প্রতিবেদককে জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রন করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। (২৩ নভেম্বর) শনিবার দুপুর ১.৩০ টায় অভিযান চালিয়ে ১৭ টি আটক করতে সক্ষম হই। আটক গরু গুলো সিও স্যাারের নির্দেশে কাষ্টাম কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে।