ছাতকে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ॥ সরকার দেশের অসহায় ভূমিহীন পরিবারকে বাড়ি-ঘর তৈরি ও বিদ্যুতায়িত করছে

20
ছাতকের ভরেরগাঁও (বুড়াইরগাঁও) অরুণোদয় গুচ্ছগ্রামে সুইচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উদ্বোধন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান।

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান (পিএএ) বলেছেন, বর্তমান সরকার দেশের অসহায় ভূমিহীন পরিবারকে বাড়ি তৈরি করে দিচ্ছে। এর অংশ হিসেবে ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভরেরগাঁও (বুড়াইরগাঁও) এলাকায় ২৬টি পরিবারকে বাড়ি তৈরি করে দিয়েছে। এবার বিদ্যুতের আলোয় আলোকিত করতে পরিবারগুলোকে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। অসহায় এ পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সরকার ঋণও দিচ্ছে। তিনি বলেন, এসব পরিবারের শিশুদের স্কুলে পাঠাতে প্রত্যেক অভিভাবক সচেতন হওয়ার আহবান জানান। বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভরেরগাঁ (বুড়াইরগাঁও) অরুনোদয় গুচ্চগ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুইচ টিপে বিদ্যুৎ উদ্বোধন শেষে গুচ্ছগ্রামের ১০টি পরিবারের সদস্যদের মধ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্পের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে ঋণ ও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে শাক-সবজির বীজ প্রদান করেন প্রধান অতিথি।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. মোস্তফা আহসান হাবিব এর পরিচালানয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন প্রমুখ। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি ফয়েজ আহমদ, পল্লী বিদ্যুতের চীফ ইঞ্জিনিয়ার আবদুল খালিক, ইউপি সচিব অধির রঞ্জন, ইউপি সদস্য সামছুল হক, সুরেতাজ মিয়া, আলকাব আলী, আনোয়ার আলী, মাহমদ আলী, রাজন তালুকদার, আবদুর রহমান, নিজাম উদ্দিন, সাবেক মেম্বার আলমগীর কবির, ইউপি মহিলা সদস্যা রেহেনা বেগম, সাদিকা বেগম ও শুভা রানী দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, ইউপি সদস্য হুসাইন আহমদ লনি।
এর আগে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় করেন সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান (পিএএ)। উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী, সাব-রেজিষ্ট্রার আবদুল করিম ধলা মিয়া, ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ প্রমুখ।