সিলেট বিভাগীয় আ’লীগ নেতৃবৃন্দ নিয়ে ডিআই’র কর্মপরিকল্পনা সভা

10
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত সিলেটের বিভাগীয় আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দ নিয়ে কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেটের বিভাগীয় আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দদের নিয়ে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিয়ে অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত কর্মপরিকল্পনা সভায় রাজনীতিতে আরপিও অনুযায়ী ৩৩% নারীর অংশগ্রহণ, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী, সিদ্ধান্তগ্রহণে প্রক্রিয়ায় নারী অন্তর্ভুক্তি সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রত্যেক জেলাকে আলাদা আলাদা বিষয়ে কর্মপরিকল্পনা সহ দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ও জনমুখী করতে কি কি পদক্ষেপ প্রয়োজন, তৃণমূল পর্যায়ে একজন নেতার ভূমিকা কী, কেন্দ্রীয় পর্যায়ের কাছে সুপারিশ, সঠিক নেতৃত্ব নির্বাচনে তৃণমূল ও কেন্দ্রের ভূমিকা, দলের সাথে দলীয় গঠনতন্ত্রে কোন বিষয়গুলো সংযোজন বা সংশোধন করতে হবে এ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী গড়ে তুলতে কি কি পদক্ষেপ নিতে হবে, দলের সাংগঠনিক পূণর্গঠন প্রক্রিয়ায় দলের নারী কর্মীদের ভূমিকা নিয়েও ব্যাপক আলোচনা করা হয়।
ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল কো-অর্ডিনেটর রাহিমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরীর স্বাগত শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সৈয়েদা জেবুন্নেছা হক, সিলেট জেলা আ’লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান, সুজাত আলী রফিক, দপ্তর সম্পাদক সায়ফুল আলম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেটে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাবেক প্রচার সম্পাদক জাহিদ সরওয়ার সবুজ, জেলা আ.লীগের মহিলা সম্পাদক নাজনীন হোসেন, মহানগর আ.লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, নুরুল ইসলাম পুতুল, মুক্তিযোদ্ধা সম্পাদক মো. আজহার উদ্দিন, সদস্য আছমা বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আখতার কামরান, সহ সভাপতি হাসনা হেনা চৌধুরী, খায়রুন্নেছা শেলী, জেলা মহিলা আ.লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক সালমা সুলতানা, সহ সভাপতি বেগম শামছুন্নাহার, সহ সম্পাদক মিসেস হেলেন আহমদ, সুনামগঞ্জ জেলা মহিলা আ.লীগের মহিলা সম্পাদক নিগার সুলতানা কেয়া, যুগ্ম সম্পাদক সেলিনা আবেদীন, মৌলভীবাজার জেলা আ.লীগের সহ সভাপতি অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী, ডিআই’র রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফরহাদ আহমদ, ডিআইর রাজনৈতিক ফেলো এড. জাহিদ সরওয়ার সবুজ, জেলা মহিলা আওয়ামী লীগের এড. তারান্নুম চৌধুরী, মৌলভী বাজার যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক এ এম জুবায়ের খান, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আইন সম্পাদক এড. আসমা বেগম, মৌলভী বাজার জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি