দক্ষিণ সুরমায় নবান্ন উৎসব পালন

9
দক্ষিণ সুরমার আব্দুল্লাহপুর সিআইজি (ফসল) সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নবান্ন উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।

দক্ষিণ সুরমার আব্দুল্লাহপুর সি.আই.জি (ফসল) সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) জালালপুরে সমিতির উৎপাদন প্রকল্প মাঠে নবান্ন উৎসব পালন করা হয়েছে।
সমিতির সভাপতি মোঃ ছুরাব আলীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্মল কুমার পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব:) বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, নীরেশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ তাজুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ। এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর সি.আই.জি (ফসল) সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক গোকুল রঞ্জন দত্ত। সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমদ ও সাহিদা সুলতানা, জাপা সি.আই.জি (ফসল) সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল লতিফ, কয়ছর আহমদ, মনির মিয়া, জমির মিয়া, মজনু মিয়া, ময়না মিয়া, রিয়াজ উদ্দিন, আব্দুল ওয়াদুদ, আব্দুল মতিন প্রমুখ। বিজ্ঞপ্তি