৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনে পীর সাহেব চরমোনাই ॥ শরীয়ত বিরোধী কথা যদি পীর বা দলের নেতাও বলেন তা মানা যাবে না

40
আলিয়া মাদ্রাসা মাঠে ৩ দিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের সমাপনী দিনে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো: রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সবাইকে শিরক ও বিদআত থেকে মুক্ত থাকতে হবে। পীর সাহেব ঈমান বাঁচাতে সমাজের ভন্ডপীর এবং বাতিল পন্থীদের সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানান। বিশুদ্ধ ঈমান-আমলের মাধ্যমে আখেরাতে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোন পীর কারো জান্নাতের জামিন হতে পারেন না। পীর হলেন শুধু পথপ্রদর্শক। শরীয়ত বিরোধী কথা যদি পীরের বা দলের নেতারও হয় তা মানা যাবে না। তিনি শরীয়তের ওপর মজবুত থেকে জান্নাতের উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুনিয়াতে যতদিন ওহীভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। কুরআনী শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে। কুরআনী শিক্ষায় শিক্ষিত জাতি কখনো অনৈতিক কাজে জড়াতে পারে না। কুরআন-সুন্নাহ’র শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে না। সমাজে অশান্তির মূলেই রয়েছে নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। ইলমে ওহীর শিক্ষা প্রসারে সকলকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ৩ দিন ওয়াজ মাহফিলের সমাপনী দিন শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় কাম অডিটর মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন, পীর সাহেব চরমোনাই (রহ.) এর খলিফা হাফিজ মাওলানা আব্দুল আউয়াল, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী ঝালকাটি, মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল, জাউয়া বাজার শায়খুল হাদীস মাওলানা মোস্তফা কামাল, গহরপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি