সোনার কৃষাণ

9

অভি দে শিবা

কৃষকেরা ধান কাটে আমি চেয়ে থাকি
শালিকের দল এসে করে ডাকা-ডাকি,
সোনা রঙে মাঠ ভরা কৃষকেরা হাসে
শিশিরের ছোঁয়া পেয়ে হৃদয়টা ভাসে!

ফড়িং ছানা নৃত্য করে ধান পাতা নড়ে
কৃষকেরা ধান নিয়ে ছুটে যায় ঘরে,
দোয়েল কোয়েল গান গায় মিষ্টি সুরে
নবান্নতে খুশি জাগে এই ভবপুরে!

ঘরেতে কুটুম আসে হাসি খুশি ভরে
নবান্নে সবাই মাতে জীবনের তরে,
সোনার কৃষাণ ব্যস্ত থাকে এই মাসে
কৃষানির হৃদয়টা বারে বারে হাসে!

খোকা খুকি ছুটে চলে আঁকাবাঁকা পথে
আনন্দেতে মাতোয়ারা নিজেদের মতে,
পিঠা নিয়ে কাড়াকাড়ি খোকা খুকি করে
মা’র চোখে চোখ রেখে ভয় চেপে ধরে!

এভাবেতে প্রতিবারে নাচে ধরাধাম
রোদে পুড়ে সোনা ফলে ঘাম ঝরে ঘাম,
প্রভাতে কৃষক গন ছুটে চলে মাঠে
ধান ক্রয় কম হলে জীবনটা লাটে!