পণ

10

শেখ একেএম জাকারিয়া

ফড়িং নাচে তিড়িং বিড়িং সরষে ফুলে ঘাসে,
এসব দেখে ছোট্টসোনা খিলখিলিয়ে হাসে।
ধরতে ফড়িং ছোট্টসোনা সরষে ক্ষেতে ছোটে,
ছুটতে ছুটতে অবশেষে একটি ফড়িং জোটে।
ফড়িং লেজে তন্তু বেঁধে খেলে মজার খেলা,
অনেক খুশি ছোট্টসোনা কাটায় সারাবেলা।
কিন্তু হঠাৎ ছিঁড়ে গেলো সেই ফড়িংয়ের লেজ,
লেজ হারিয়ে পঙ্গু হলো কমলো গায়ের তেজ।
লুটিয়ে পড়ে মাটির বুকে ব্যথায় ধড়ফড়ায়,
ধড়ফড়িয়ে ফড়িং মরে ছড়ায় খবর গাঁয়।
মারা যাওয়ার এই ঘটনায় উঠল কেঁদে মন,
ধরবে না আর বুনোফড়িং ছোট্টসোনার পণ।