বিশ্বনাথে মহিলা মাদ্রাসায় বক্তারা ॥ মেয়েদের মহিলা মাদ্রাসায় না পড়ালে কোনভাবেই ভালো মা তৈরী করা সম্ভব নয়

18

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথের শিমুলতলা জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছত্তার মহিলা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা কামরুল ইসলাম ছমির মিরেরচরী।
আন্-নিয়ামাত উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ শাখার সভাপতি হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও এম মুখতার হোসাইন ও ব্যবসায়ী শিপলু হকের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান কারিকোনী, আন্-নিয়ামাত উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকে’র কোঅর্ডিনেটর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব হাবিবুর রহমান, ট্রস্টের কোঅর্ডিনেটর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হামিদ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল আমীন, আজাদুর রহমান, আলহাজ্ব মনির আলী, মিসেস খয়রুন নেছা ও মিসেস রহমতুন নেছা এবং ট্রাস্টের বাংলাদেশ শাখার সেক্রেটারী আকবর হোসেন কিছমত। সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালানা ছালিম আহমদ ও মাওলানা সাইদুর রহমান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্রী অপি আক্তার।
মাদ্রাসার উন্নয়নে প্রবাসীরা পাশে থাকার অঙ্গীকার করে সমাবেশে বক্তারা বলেন, সু-সমাজ গঠন করতে হলে ভালো ‘মা’ প্রয়োজন। ভালো মা তৈরী করতে হলে মেয়েদের মহিলা মাদ্রাসায় পড়াতে হবে। কারণ মেয়েদের মহিলা মাদ্রাসায় না পড়ালে কোনভাবেই ভালো মা তৈরী করা সম্ভব নয়।