নগরীতে আবারো পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান

6
১০নং ওয়ার্ডের শেখঘাট কলাপাড়া এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট নগরীর বিভিন্ন বাসা-বাড়িতে পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
মঙ্গলবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড এলাকার উপকন্ঠে কাউন্সিলর মো. মোস্তাক আহমদের নেতৃত্বে সিসিকের পানি সরবরাহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশগ্রহন করেন। এ সময় অন্ত:ত ১০টি বাসার অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এ অভিযান চলবে বলে জানিয়েছেন সিসিকের পানি শাখার কর্মকর্তারা।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমি নগরবাসীর জীবন মান উন্নয়নের পাশাপাশি প্রতিনিয়ত এ নগরীর খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে কাজ করার চেষ্ঠা করে যাচ্ছি।
অভিযানে সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক তফাদার, উপ-সহকারী প্রকৌশলী সুনীল মজুমদার, আনোয়ার হোসেন সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি