আওলাদে রাসূলকে দেখতে সিলেটে মুসল্লিদের ভিড়

54
আওলাদে রাসূল আরশাদে মাদানীকে বন্দরবাজার জামে মসজিদে সর্বস্তরের মুসল্লীদের অভ্যর্থনা প্রদান।

দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমির আল্লামা সায়্যিদ আরশাদ মাদানীকে একনজর দেখার জন্য বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ভীড় ছিল মুসল্লিদের। শুক্রবার জুম্মার নামাজে বয়ান রাখবেন এ সংবাদ সিলেট জুড়ে ছড়িয়ে পড়লে সকাল ১০টা থেকে মসজিদে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা।
১২টার দিকে আল্লামা আরশাদ মাদানীকে বহনকারী প্রাইভেট কার মসজিদের দিকে আসতে থাকলে রাস্তার দু’পাশে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে থাকে অভ্যর্থনা জানান।
সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে বয়ান এবং জুমার পর আন্ডারগ্রাউন্ডে পুরুষদের বায়াত গ্রহণ করান। এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ইউ এস বাংলা বিমানে সিলেট বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
পরে ওইদিন মাগরিবের পর মাখজনুল উলুম দারুল হাদীস (দ্বী-পাক্ষিক টাইটেল) মাদরাসা রাজারগাঁও-এর এনামী জলসায় বয়ান রাখেন। এদিকে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মদনী মঞ্জিল, চৌকিদেখী, সিলেটে মুরিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
১১ নভেম্বর ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর, ঢাকার ইনআমী জলছায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী। বিজ্ঞপ্তি