শাবিতে সন্দেহজনক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে -উপাচার্য

8

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিটি আবাসিক হলের সন্দেহজনক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এসময় উপাচার্য বলেন, মাদকাসক্ত শিক্ষার্থীদের সবসময় নজরদারিতে রাখা হবে। তারা যাতে এখানে বসে গাঁজা, ইয়াবা, বিভিন্ন মাদকদ্র্রব্যে সেবন ও ব্যবসা করতে না পারে। কেউ যেন মাদকদ্রব্য সরবরাহ করতে না পারে সে দিকে আমরা সতর্ক থাকব।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারি করেছি। এ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীদের কোন জায়গা নেই। যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ পাওয়া যাবে এবং মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব একসিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম প্রমুখ।