জাতীয় যুব দিবস এর আলোচনা সভায় বিভাগীয় কমিশনার ॥ দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই

16
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ।

সিলেট এর বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পি.এ.এ বলেছেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী মেনুফেস্ট এর মধ্যে অন্যতম তরুণ সমাজকে বাংলাদেশের প্রভৃদ্ধি অর্জনে তারুণ্য নির্ভর ও দক্ষ জনসম্পদে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেক বেকার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ গ্রহণে এগিয়ে আসতে হবে। জীবনে প্রতিষ্ঠা লাভ করতে প্রশিক্ষণ অতীব জরুরী। তিনি প্রত্যেক তরুণ-তরুণীকে প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানে নিয়োজিত থাকার পাশাপাশি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার ১ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন সিলেট ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট আয়োজিত “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, যুব মেলা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সভাপতি এটিএম সুয়েব, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজহারুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল, ধুবতারা সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আজির উদ্দিন।
এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন‘র যৌথ উদ্যোগে দিনব্যাপী যুব সমাবেশ, আলোচনা সভা, স্টল পরিদর্শন, আত্মকর্মীর ভিডিও প্রদর্শন, প্রশিক্ষণ সনদপত্র, যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ বৃক্ষ রোপণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক এর সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজহারুল কবীর এর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর‘র উপপরিচালক মো: আলাউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো.মোস্তাফিজুর রহমান পিএএ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি একে এম সুহেব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) এর প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় যুব পদকপ্রাপ্ত এম এ নাসির সুজা, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) এর সাধারণ সম্পাদক বিভাগীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠনের সভাপতি আফিকুর রহমান আফিক, সোনালী স্বপ্ন বাংলাদেশ সিলেটের সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার প্রাপ্ত শেখ তোফায়েল আহমদ সেপুল, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক রোটারিয়ান সাহিদা তালুকদার, কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খাদিজা বেগম, নুরানী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নারী নেত্রী ফাতেমা জান্নাত, আজির উদ্দিন, আলী আহসান হাবীব, নজরুল ইসলাম, মো. শাহ আলম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ বলেন, যুবরাই দেশের মূল চালিকা শক্তি। তাই যুবদেরকে আতœনির্ভরশীর হয়ে গড়ে উঠতে হবে। ইচ্ছা শক্তি ও মনোবলকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে দ্রুত সফলতা অর্জন করা সম্ভব। যুব সমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপরই অনেকাংশে নির্ভরশীল। কেননা তাদের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজি