জগন্নাথপুর পৌর শহরে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে

13

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি এর প্রচেষ্টায় অত্র নির্বাচনী অঞ্চলে ধারবাহিক ভাবে উন্নয়ন কাজ এগিয়ে চলেছে।
এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর পৌর শহরে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। পূরণ হতে যাচ্ছে পৌর নাগরিকদের দীর্ঘ দিনের চাওয়া-পাওয়া। এ প্রকল্প বাস্তবায়ন হলে জগন্নাথপুর পৌরসভার চিত্র পাল্টে যাবে। নতুন দিগন্তের সূচনা হবে। অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। অবশেষে পৌরবাসীর সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ হতে চলছে।
জানাযায়, বিগত ২০১৭ সালে জগন্নাথপুর পৌর শহরের উন্নয়নে “২৩-পৌরসভা” ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নামে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের মধ্যে রয়েছে পাইপ লাইনের মাধ্যমে নাগরিকদের ঘরে ঘরে নিয়ে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট, কমিউনিটি টয়লেট নির্মাণ, ওভার ট্যাংক স্থাপন ও ডাসবিন সহ ইত্যাদি। তবে প্রথমে নির্দিষ্ট জায়গার অভাবে এ প্রকল্পের কার্যক্রম থমকে যায়। অবশেষে চলতি ২০১৯ সালে জায়গার সমস্যা সমাধান হওয়ায় আবারো দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রকল্পের কাজ।
এ ব্যাপারে ১ নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় অত্র অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। এরই অংশ হিসেবে এ প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে টেন্ডার হয়ে যাবে। টেন্ডার হওয়ার পর পরবর্তী এক মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তবে শেষ হতে প্রায় এক বছর লেগে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে জগন্নাথপুর পৌরসভার চিত্র পাল্টে যাবে। নতুন দিগন্তের সূচনা হবে। পৌরবাসীর অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে।